টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) প্রকাশিত সর্বশেষ র্যাংকিং তালিকায় অন্তর্ভুক্ত আছে সাকিবের রাম।
দুর্নীতির প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে তা জানাতে ব্যর্থ হওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় সব ভার্সনের র্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলেছিল আইসিসি।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্ট শেষে টেস্ট র্যাংকিং প্রকাশ করে আইসিসি।
৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব। নিষিদ্ধ হয়ে নাম মুছে ফেলার আগে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩৯৭ পপয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের রীন্দ্র জাদেজা।
৫৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের ৩৭তম স্থানে আছেন সাকিব। বোলিং কালিকার ২২তম স্থানে আছে বাঁ-হাতি এ স্পিনার।
এর আগে ওয়ানডে র্যাংকিং তারিকায়ও ফিরেছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পিছনে ফেলে সরাসরি ওয়ানডে অলরাউন্ডার তারিকার শীর্ষে ফেরেন তিনি।
টি-২০ র্যাংকিং তারিকায়ও র্যাংকিং ফিরে পেয়েছেন বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার। সংক্ষিপ্ত ভার্সনে অলরাউন্ডার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।
I love reading through an article that will make men and women think. Leone Joshuah Rhine