লন্ডন, ২৫ ডিসেম্বর, ২০১৯ : অবৈধ অ্যাকশনের কারণে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতামুলক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
গত আগস্টে ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্ট টি-২০ ক্রিকেটে একটি ম্যাচে বোলিং করেন হাফিজ। ম্যাচ শেষে অন-ফিল্ড আম্পায়াররা হাফিজের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার বোলিংয়ে কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙ্গে। ফলে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয় হাফিজকে।
একটি সূত্র বলছে, বোলিং পুর্নবিবেচনা করে ফের পরীক্ষা করার জন্য আপিল করবেন ব্যাটিং অলরাউন্ডার হাফিজ।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও বেশ কয়েকবার বোলিংয়ে নিষিদ্ধ হন হাফিজ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য ছাড়পত্র পেয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করে প্রশ্নের সম্মুখীন হন হাফিজ। পরে পরীক্ষাগারে পরীক্ষা দেন তিনি। এরপর বোলিং শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্র পান হাফিজ।
ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে গত জুলাইয়ে দেশের পক্ষে সর্বশেষ মাঠে নামেনে হাফিজ। ক্যারিয়ারে এ পর্যন্ত দেশের হয়ে ৫৫টি টেস্টে, ২১৮টি ওয়ানডে ও ৮৯টি টি-২০ ম্যাচ খেলেন ৩৯ বছর বয়সী হাফিজ।