আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। আসন্ন আসরে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তি পত্র দেবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে অনাপত্তি পত্র দিলেও, করোনাভাইরাসের সংক্রমনের মধ্যে স্বাস্থ্যগত কোন সমস্যা হলে তার তারা নেবেনা বলে স্পস্ট জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)।

করোনাভাইরাস প্রতিরোধ
আইপিএলে ১৩তম আসরে খেলবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জােেবর হয়ে, পেসার লোকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।
এই ছয় ক্রিকেটারের আইপিএলে খেলার ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের অনাপত্তি পত্র দেবে। তবে আইপিএলে খেলার সিদ্বান্ত খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে।’
রিচার্ড বুক আরও বলেন, ‘আমরা সব কিছু বিচার-বিবেচনা করেই খেলোয়াড়দের অনাপত্তি পত্র দেব। তবে সতর্ক থাকার দায়িত্ব পুরোপুরিই খেলোয়াড়দের। আমরা কোন দায় নিবো না। এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করবো। তাদের সবকিছু জানানো হবে।’
আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের ১৩তম আসরটি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে হওয়া নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন মনে করেন না ঐ মুখপাত্র, ‘আইপিএল আয়োজন নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কোনো মতামত থাকার কথা নয়। এ ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ যেভাবে সিদ্বান্ত সেটাই চূড়ান্ত। কারন এটি তাদের টুর্নামেন্ট। আর এবার আইপিএলে খেলার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে।’
অস্ট্রেলিয়ায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টি-২০ বিশ্বকাপ হবার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারনে সেটি স্থগিত করে দেয় আইসিসি। তাই আইপিএল আয়োজনের জন্য সুযোগ পেয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।