করাচি, ৩১ আগস্ট, ২০১৯ : আসন্ন সফরে শ্রীলংকা ক্রিকেট দলের কতিপয় খেলোয়াড় পাকিস্তান যেতে অনিচ্ছুক বলে জানা গেছে। পাকিস্তান সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে শ্রীলংকা দল। সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও রয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে লংগার ভার্সনের ম্যাচ দুটিও পাকিস্তানে খেলার অনুরোধ জানানো হয়েছিল।
তবে লংকার বোর্ড তা প্রত্যাখ্যান করায় সেটি এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের উর্দু নিউজ চ্যানেল ‘এক্সপ্রেস নিউজ’-এ প্রচারিত এক রিপোর্টে বলা হয়েছে-দুই বোর্ডের দীর্ঘ আলোচনার পর এ সফর চুড়ান্ত করা হয়েছে। তবে লংকান দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা এবং অলরাউন্ডার ধিসারা পেরেরা পাকিস্তান সফরে যেতে চান না। এ দু’জন ছাড়া আরো কয়েকজন খেলোয়াড় পাকিস্তান যেতে চাচ্ছে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে এসকল খেলোয়াড়ের নাম জানা যায়নি।
ডিকবেলা ও পেরেরা উভয়েই আগামী ৪ সেপ্টেম্বর-১২ অক্টোবর অনুষ্ঠেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে চান এবং এ জন্য তারা লংকান বোর্ডের কাছে অনুমতিও চেয়েছেন।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে অধিকাংম দলই পাকিস্তান সফর থেকে বিরত আছে।’