ঢাকা, ১১ জানুয়ারি ২০২০ : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম বাংলাদেশী হিসেব সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত। আজ টুর্নামেন্টের ৪২তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১তম বলে সেঞ্চুরি করেন শান্ত। তবে চলমান আসরে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন।
আর বিপিএলের ইতিহাসে ২১তম সেঞ্চুরি এটি। এর মধ্যে পাঁচটি বাংলাদেশিদের। তাই বিপিএলের ইতিহাসে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন শান্ত। তার আগে বাংলাদেশের পক্ষে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন।
Social Share