ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৯ : অভিযোগের তদন্ত শুরু হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক মুখপাত্র বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন।
সন্দেহের তালিকায় থাকা বিসিবি’র দুই শীর্ষ কর্মকর্তার একজন হচ্ছেন মাহবুবুল আনাম।
কমিশনের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ( আনাম) তদন্ত চলছে। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।’
কমিশন ইমিগ্রেশন পুলিশকে গতকাল (বৃহস্পতিার) দেয়া এক চিঠিতে জানিয়েছে- আনামের বিরুদ্ধে টেন্ডার, নিয়োগ বাণিজ্য এবং ক্রিকেট বোর্ডের স্পন্সর নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা লংঘনের অভিযোগের তদন্ত চলছে।
এএফপি দেখেছে, এই চিঠিতে বলা হয়েছে, ‘জানা গেছে এই ব্যক্তি তার পরিবারের সঙ্গে দেশ ত্যাগের চেষ্টা করছেন। যথাযথ তদন্তের স্বার্থে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখা জরুরি।’
বিসিবি পরিচালক আনাম কোন প্রকার দুর্নীতির কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, ‘বিসিবির টেন্ডার প্রক্রিয়া বা স্পন্সরশীপের সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি নয়।’
ক্লাবে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে এর আগে গত সেপ্টেম্বর মাসে বিসিবি’র আরেক পরিচালক লোকমান হোসেন গ্রেফতার হয়েছেন।