শেষ পর্যন্ত সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। সফরে নিউজিল্যান্ড পৌঁছার পর থেকেই যেন বিপদ পিছু ছাড়ছিলনা পাকিস্তান ক্রিকেট দলের। এক এক করে ছয় খেলোয়াড়ের কোভিড পজিটিভ, কোভিড নিয়ম ভাঙ্গায় পুরো দলকে দেশ পাঠানোর হুমকি, আইসোলেশনে থেকে অনুশীলনে বাধা। শেষ পর্যন্ত আজ সুখবর পেল পাকিস্তান- দলের ৪৪ খেলোয়াড়ের কোভিড নেগেটিভ এসেছে।
পঞ্চম ও শেষ পর্বের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় এখন দল নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করতে পারবে। তবে সে জন্য পেতে হবে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি।
সফরের শুরুতে টি-২০ সিরিজের জন্য কাল কুইন্স টাউনে যাবে পাকিস্তান দল। ১৮ ডিসেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর শুরু হবে দুই টেস্টের সিরিজ।
এর আগে খেলবে প্রস্তুতিমুলক ম্যাচ।
Social Share
Perfectly written content material, Really enjoyed reading. Dolly Saxe Eckel