এখন পর্যন্ত কোন আসরে না পারলেও ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দী ভারতকে হারনোর সক্ষমতা সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তান দলের রয়েছে বলে বিশ্বাস করেন মঈন খান। ইংল্যান্ডের মাটিতে সচরাচর পাকিস্তান ভাল খেলে আসছে। তাই দলটির সাবেক অধিনায়ক মঈনের বিশ্বাস মেধা, গভীরতা এবং ভিন্নতা সম্পন্ন বর্তমন পাকিস্তান দলটি আগামী জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভাল করবে।
