ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ২ বছর ৯ মাস পর ওয়ানডে দলে ফিরলেন ডান-হাতি পেসার হামিদ হাসান। এছাড়া দলে রাখা হয়েছে সদ্যই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া আসগর আফগানকে। দলের নেতৃত্বে বহাল আছেন গুলবাদিন নাইব। ২০১৬ সালের জুলাইয়ে বেলফাস্টে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হামিদ।
