নয়া দিল্লি, ২ মে, ২০১৯(বাসস/পিটিআই): ব্যাটিং লিজেন্ড শচিন টেন্ডুলকার আজ (বৃহস্পতিবার) বলেছেন যুক্তরাজ্যে আসন্ন বিশ্বকাপের পিচগুলো হবে ব্যাটিং সহায়ক। তবে সেখানকার প্রথাগত উষ্ণ কন্ডিশনে বল খুব বেশি সুয়্যিং করবে-এমনটা প্রত্যাশা করছেন না তিনি। আগামী ৩০ মে শুরু হওয়া বিশ্বকাপে অংশ গ্রহণকারী দশটি দল একে অপরের বিপক্ষে খেলবে। নিজের নামে এমআইজি ক্লাবের একটি প্যাভিলিয়নের উদ্বোধন করার
