ডাবলিন, ১১ মে ২০১৯ (বাসস) : এন্ডি ব্যালবির্নির সেঞ্চুরি ম্লান করে ১৪৮ রানের নান্দনিক ইনিংস খেলে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত করলেন ওপেনার সুনীল অ্যামব্রিস। আজ টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়রা ৫ উইকেটে হারায় আইরিশদের। ব্যালবির্নির ১২৪ বলে ১৩৫ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের সংগ্রহ পায় স্বাগতিক আয়ারল্যান্ড।
