মেলবোর্ন, ১৪ মে, ২০১৯ (বাসস/ওয়েবসাইট) : অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার একটি বড় ভূমিকা পালন করবে- মনে করছেন দলটির সাবেক কোচ ড্যারেন লেহম্যান। গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্মিথ ও ওয়ার্নার।
