কার্ডিফ, ২৭ মে ২০১৯ : দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচের শেষদিন কাল। বাংলাদেশ-ভারত ছাড়াও দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় লড়বে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারায় কিউইরা। আর বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২ দশমিক ৪ ওভার মাঠে ঘাম ঝড়ানোর সুযোগ পেয়েছে
