লন্ডন, ৮ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির মতে আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে শুরুটা ভাল করতে পারলে ভারতের বিপক্ষে আপসেট ঘটাতে পারবে কিউইরা। গ্রুপ পর্বে তিনটি হার নিয়েও কেবল রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে টপকে শেষ চারে জায়গা খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড। তবে বিশেষজ্ঞদের মতে গ্রুপ পর্বের শীর্ষ পয়েন্টধারী ভারতই ফাইনালের জন্য ফেভারিট।
