লন্ডন, ১৪ জুলাই, ২০১৯৯ (বাসস/এএফপি) : গোটা ক্রিকেট বিশ্ব যখন লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল দেখছে, হঠাৎ করেই মাঠের একেবারে কাছে পৌঁছে গেলেন স্বল্প বসনের এক মহিলা। তবে সাথে সাথেই তাকে ধরে ফেলেন নিরাপত্তা কর্মীরা। পরে জানা গেছে এ মহিলা ইউটিউব প্র্যাঙ্কস্টার ভিতালি জোরোবেটস্কিও মা। গত মাসে ফুটবল চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে ভিতালির প্রেমিকা কিনসে ওয়ালাসস্কি সুইমস্যুট
