লন্ডন, ১৫ জুলাই, ২০১৯ : নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, বিশ্বকাপের ফাইনালে মর্মান্তিক পরাজয়টি ‘মেনে নেয়া কঠিন।’ নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে সমান রান হওয়ার পর সুপার ওভারেও সমান রান করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফলে বাউন্ডারিতে এগিয়ে থাকার বদৌলতে স্বাগতিক ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের ৮ উইকেটে করা ২৪১ রানের জবাবে ইংল্যান্ডও ২৪১ রানে হারায়
