ঢাকা, ৪ আগস্ট ২০১৯ : ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে দুই অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ড্যান ফন নিয়েকার্ক। একই সাথে খেলোয়াড় কোটায় তারা বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ওয়ানডে ক্রিকেটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ডু প্লেসিস। মহিলা ক্যাটাগড়িতে ফাস্ট বোলিং অল রাউন্ডার ম্যারিজান ক্যাপ এই পুরস্কারে ভুষিত হয়েছেন।
