কিংস্টন, ২৯ আগস্ট, ২০১৯ : ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পেসার মিগুইয়েল কামিন্সের পরিবর্তে অলরাউন্ডার কেমো পলকে দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি পল। ফলে, তার জায়গায় সুযোগ পান কামিন্স। সুযোগ পেয়ে প্রথম টেস্টে ভালো পারফরমেন্স করতে পারেননি কামিন্স। অ্যান্টিগার ঐ টেস্টে ১৩ ওভারে ৪৯ রানে উইকেট শূন্য ছিলেন
