ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৯ : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সকালে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন সফরকে সামনে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে- ২,৬,৯ ও ১৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে। ওয়ানডে
