লাহোর, ১০ অক্টোবর ২০১৯ : তিন ম্যাচের টি-২০ সিরিজে র্যাংকিং-এর শীর্ষ দল পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লংকানরা ১৩ রানে হারায় পাকিস্তানকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো শ্রীলংকা। এই প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো লংকানরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।
