কেপটাউন, ১৫ অক্টোবর ২০১৯ : টেস্টে জয় পাওয়াটা এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সামনে একটি বড় প্রশ্ন বোধক চিহ্ন হয়ে উঠেছে। দলটি টেস্টে টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হয়েছে। রোববার ভারতের পুনেতে সফরকারী প্রোটিয়ারা সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই স্বাগতিক ভারতের কাছে হার মেনেছে ইনিংস ও ১৩৭ রানে। ফলে তিন টেস্টের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে গেছে তারা।
