ঢাকা, ২৫ অক্টোবর, ২০১৯ : আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের। আগামীকাল শনিবার সফরকারী শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাচ্ছে দক্ষিণ বাংলার এ স্টেডিয়ামটি। প্রথম আন্তর্জাতিক ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আয়োজকরা।
