ঢাকা, ২১ নভেম্বর, ২০১৯ : আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টেস্ট ক্রিকেটে এর আগে এই ভেন্যুতে কখনো ব্যাট-বল হাতে একে অপরের মুখোমুখি হয়নি দু’দল। বিখ্যাত ইডেনের কিছু রেকর্ড: ১. এই ভেন্যুতে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে স্বাগতিক ভারত। ৪১ ম্যাচে ১২টিতে জয় পেয়েছে তারা। ৯টিতে হেরেছে।
