চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর, ২০১৯ : প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে দু’হাজার রান করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গতকাল সিলেট থান্ডারের বিপক্ষে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলার পথে বিপিএলের ইতিহাসে দু’হাজার রান পূর্ণ করেন তামিম। এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে ৬৩ ম্যাচের ৬২ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২০২৯ রান করেছেন তামিম।
