ঢাকা, ১২ জানুয়ারি ২০২০ : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় সরকার থেকে পাকিস্তানে শুধুমাত্র টি-২০ খেলার অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার থেকে দীর্ঘ সময় পাকিস্তানে থাকার অনুমতি পায়নি বিসিবি। তাই পাকিস্তানে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত বিসিবির। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি’র কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।
