করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য নিজের সবচেয়ে স্মৃতিময় বিশ্বকাপ ফাইনাল জয়ের জাার্সি নিলামে তুলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলার। সতীর্থদের সবার অটোগ্রাফ নিয়ে রাখা বাটলারের জার্সিটির নিলামে বিড হয়েছে ৮২টি। আর জার্সিটির সর্বোচ্চ দাম উঠেছে ৬৫ হাজার ১শ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা। গত বছর নিজ মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত জয় করে ইংল্যান্ড।
