নিজ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর দক্ষিণ আফ্রিকার সাবেক দলনেতা ফাফ ডু-প্লেসিসের কাছ থেকে অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ টিপস পেলেন বাংলাদেশের ওয়ানডে নেতা তামিম ইকবাল। গতকাল রাতে তামিম ইকবালের আমন্ত্রণে ফেসবুক লাইভে এসেছিলেন ডু-প্লেসিস। লাইভ আড্ডায় ডু-প্লেসিসের কাছ থেকে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ন টিপস পান তামিম। তামিম জানতে চান, ‘তুমি চেন্নাইতে ১০ বছরের মতো খেলছো। তোমার
