স্পার্টান ব্যাট উৎপাদনকারী স্পোর্টস ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে বকেয়া ২ মিলিয়ন ডলারের মামলা নিষ্পত্তি করলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করলেও তাকে রয়্যালটির অর্থ দিচ্ছিল না অস্ট্রেলিয়ান ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পার্টান। এ ব্যাপারে স্পার্টান প্রতিষ্ঠানকে কয়েকবারই লিখিতভাবে সতর্ক করেন টেন্ডুলকার। কিন্তু তাতেও কোন সাড়া দেয়নি স্পার্টান প্রতিষ্ঠান।
