বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের রান যথাক্রমে- ৪৪০৫ (টেস্ট), ৭২০২ (ওয়ানডে) ও ১৭০২ (টি-২০)। ভবিষ্যতে এই রানের সংখ্যা আরও বাড়াবেন তামিম, এতে কোন সন্দেহ নেই। কিন্তু এক পর্যায়ে তামিমের রানকেও টপকে যাবেন বাংলাদেশের অন্য দুই ব্যাটসম্যান- লিটন দাস ও সৌম্য সরকার। এমন বিশ্বাস তামিমের। গতকাল রাতে নিজের ফেসবুকে পেইজে তামিমের লাইভ আড্ডায়
