৭ বছর বয়সে, ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে ঘন্টায় ১৪৭-১৪৮ কিলোমিটার গতিতে ও বল করেছিলেন বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল শেষ হওয়া তামিম ইকবালের লাইভ শো’তে এ তথ্য জানান ম্যাশ। অবশ্য প্রসঙ্গটা তামিমই তুলেছিলেন। তামিম বলেন, ‘মাশরাফি ভাই, আপনার একটা স্পেলের কথা বলবেন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আমাদের
