প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বোলারদের থুথুর ব্যবহার নিয়ে মহাচিন্তায় পড়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। করোনার কারনে বলে থুথু ব্যবহার করলে সংক্রমন আরও বাড়ার সম্ভাবনা বেশি। তাই ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক থুথু নিষিদ্ধ হলে, থুথুর বিকল্প চান টেন্ডুলকার ও লী। বলে থুথু ব্যবহারে সাময়িক নিষেধজ্ঞার সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। তবে এখনো এ নিয়ে আইসিসি
