আগামী ৪ আগস্ট সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের খেলার পরদিনই ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক ইংল্যান্ড। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে খেলার পরদিনই টেস্ট খেলবে নামবে ইংলিশরা। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ইংল্যান্ড। এই সিরিজ শেষে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে ইংলিশরা।
