ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির সর্বকালের সেরা অর্জনকে ভেঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ডের মালিক হলেন অস্ট্রেলিয়ার নারী উইকেটরক্ষক আলিসা হিলি। নারী ও পুরুষ মিলিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন হিলির। ১১৪টি টি-২০তে ৯২টি ডিসমিসাল হিলির। এই অর্জন করে ধোনিকে পেছনে ফেলেছেন হিলি। ৯৮ ম্যাচে ৯১টি ডিসমিসাল ধোনির।
