এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুপার ফ্লপ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফ্লপ তার দল চেন্নাইও। আগামী আইপিএলে ধোনি খেলবেন কি-না, তা এখনই বলা যাচ্ছে না। খেললে ধোনিকে কিছু পরামর্শ দিয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, ‘গত বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক কোন ম্যাচই খেলেননি ধোনি। তাই এবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি।
