ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্ট বব উইলস ট্রফিতে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নয় ম্যাচ নিষিদ্ধ সাসেক্সের অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার মিচ ক্লেডন। গত ২২ আগস্ট মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙ্গেন সাসেক্সের ক্লেডন। ঐ ম্যাচের পর তদন্ত করে ক্লেডনকে নয় ম্যাচ নিষেধাজ্ঞার ঘোষনা দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘মিডেলসেক্সের বিপক্ষে
