প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। গতরাতে টুর্নামেন্টের ত্রয়োদশ আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে দিল্লি ১৭ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ফাইনালে দিল্লির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে মুম্বাই ও দিল্লি। প্রথম কোয়ালিফাইয়ারে দিল্লিকে হারিয়েই ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিলো মুম্বাই।
