ঢাকা, ১৮ ডিসেম্বর ২০১৯ : আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা থেকে শুরু করে মটর রেসিং লিজেন্ড নিকি লওডা ও দক্ষিণ আফ্রিকার ১৯৯৫ সালের রাগবি বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেস্টার উইলিয়ামসসহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনেকেই এ বছর মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন এ বছর যাদের হারিয়েছে : এমিলিয়ানো সালা (২৮) : ইংলিশ চ্যানেল পাড়ি দেবার সময় আর্জেন্টাইন এই ফুটবলারকে বহনকারী বিমানটি
