লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়াতে পারেনি। তার আগেই বিশ্বের নামী-দামি ক্রিকেটাররা আসন্ন আসর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। এবার সরে যাবার তালিকায় নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। এলপিএল থেকে সরে যাওয়া নিয়ে ইএসপিএনক্রিকইনফোকে মালিঙ্গা বলেন, ‘চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আমি আর কোন ক্রিকেট খেলিনি।
